জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আপনে নিশ্চয় জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী অনুসন্ধানের জন্য এখানে এসেছেন? তাহলে আপনে সঠিক সাইটে এসেছেন। বাংলাদেশ রেলওয়ে থেকে সঠিক তথ্য নিয়ে জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা  নিয়ে আজকের বিষয় সাজানো হয়েছে। আপনে যদি জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারনা না থাকে তাহলে এই  সাইটে অনুসন্ধান করলেই সকল  ধরনের তথ্য পেয়ে যাবেন।

জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী

জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী অনুসারে আন্ত:নগর ট্রেন গুলো নিয়মিত চলাচল করে। তাই আন্ত;নগর ট্রেনের ভ্রমন করতে চাইলে আপনাকে সঠিক সময়ে স্টেশনে উপস্থিত হতে হবে। আপনে কোন ট্রেনে ভ্রমন করিবেন তা নিচে দেওয়া ট্রেনের সময়সূচী দেখে নির্ধারন করে নিন। আপনার ট্রেনের সঠিক তথ্য নিয়ে তার পর ভ্রমন করিবেন।



জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা দেখে আপনার ট্রেনের টিকিট ক্রয় করা উচিৎ। কারন ট্রেনের টিকিটের সম্পর্কে ধারনা না থাকলে আপনার নিরাপদ ভ্রমনের জন্য সমস্যা হতে পারে। তাই সকল ধরনের তথ্য পেতে দয়া করে পড়তে থাকুন।

জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী 

জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী অনুসারে যে আন্ত:নগর ট্রেন গুলো চলাচল করে তা হল একাতা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং  তিতুমীর এক্সপ্রেস। নিচে জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারনা দেওয়া হল।


ট্রেনের নাম

বন্ধের দিন

ট্রেনের কোড

জয়পুরহাট পৌঁছে

সান্তাহার পৌঁছে

একতা এক্সপ্রেস

নাই

৭০৬

রাত ০১.২৮

রাত ০২.১৫

বরেন্দ্র এক্সপ্রেস

রবিবার

৭৩২

সকাল ০৮.০৮

সকাল ০৮.৪৫

চিলাহাটি এক্সপ্রেস

শনিবার

৮০৬

সকাল ০৮.৩২

সকাল ০৯.১৫

কুড়িগ্রাম এক্সপ্রেস

বুধবার

৭৯৮

সকাল ১০.৪৩

সকাল ১১.২০

দ্রুতযান এক্সপ্রেস 

নাই 

৭৫৮

সকাল ১১.৫৪

দুপুর ১২.৩০

বাংলাবান্ধা এক্সপ্রেস

শনিবার

৮০৪

দুপুর ০১.৪০

দুপুর ০২.৩০

পঞ্চগড় এক্সপ্রেস

নাই

৭৯৪

বিকাল ০৪.১৩

বিকাল ০৪.৫০

তিতুমীর এক্সপ্রেস

বুধবার

৭৩৪

বিকাল ০৬.১২

সন্ধা ০৬.৫৫

রুপসা এক্সপ্রেস

বৃহস্পতিবার

৭২৮

সকাল ১১.২২

দুপুর ১২.০০

নীলসাগর এক্সপ্রেস

মঙ্গলবার

৭৬৬

রাত ১০.৪৪

রাত ১১.২০

জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা ইতিমধ্যে ধারনা পেয়ে গেছেন। এখন আলোচনা করব জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা বা টিকিটের মূল্য তালিকা সম্পর্কে। নিচের ছক থেকে অতি সহজেই আপনার ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে পারবেন।


সিটের ধরন

ভাড়ার পরিমান

শোভন চেয়ার

৫০ টাকা

স্নিগ্ধা

১১৫ টাকা 

এসি বার্থ

১৫০ টাকা

এসি সিট

১২৭ টাকা 

মন্তব্য

উপরের জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা থেকে আপনাদের কিছুটা হলেও ধারনা পেয়েছেন। আশা করি আজকের এই পোস্টটি থেকে আপনারা উকৃত হবেন।  জয়পুরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন। এছাড়াও ট্রেন সমাপর্কিত যে কোন প্রশ্ন আপনারা করতে পারেন।



দয়া করে আপনার ট্রেনের সময়সূচী অনুসারে নির্দিষ্ট সময় থেকে আন্তত ১০ থেকে ১৫মিনিট আগে স্টেশনে পৌঁছাবেন। স্টেশনে পৌঁছার পর কর্তব্যরত স্টেশন মাস্টারের কাছ থেকে আনার ট্রেনের লোকেশান জেনে নিবেন। ট্রেনে হরেক রকমের যাত্রী চলাচল করে তাই অসাধু যাত্রীদের কাছ থেকে দূরে থাকবেন। আপনার যাত্রা শুভ ও নিরাপদ হউক ধন্যবাদ।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন? 

উত্তর: চিলাহাটি টু ঢাকা অভিমুখে নীলসাগর এক্সপ্রেস ৭৬৬ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং ঢকা টু চিলাহাটি অভিমুখে নীলসাগর এক্সপ্রেস ৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার বন্ধ থাকে।


প্রশ্ন: নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ? 

উত্তর: নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যে  যে স্টেশনে যাত্রা বিরতি দেয় তা হল ঢাকা, বিমান বন্দর, জয়দেবপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব, মুলাধুলী, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার এবং চিলাহাটি।


প্রশ্ন: নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোড? 

উত্তর:  চিলাহাটি টু ঢাকা অভিমুখে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোড হল ৭৬৬ নং এবং ঢকা টু চিলাহাটি অভিমুখে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির কোড হল ৭৬৫ নং।


Post a Comment

Previous Next

Banner

نموذج الاتصال